সহীহ হাদীসের ভিত্তিতে নফল ইবাদাত ও যিকরকে আমাদের সমাজে “ওযীফা” বলে পরিচিত। আমাদের বর্তমান বাজারে বিভিন্ন তরীকার বিভিন্ন রকম ওযীফা বিদ্যমান। কিন্তু সহীহ হাদীসের ভিত্তিতে মাসনূন বা সুন্নাতি ওযীফার বই পাওয়া যায় না। আগ্রহী মুসলিমরা যেন অল্প পরিশ্রম ও সময়ে সহীহ সুন্নাতি ওযীফাগুলি পালন করে বেশী সাওয়াব, বরকত পেতে পারে তার জন্য নিম্নোক্ত বইটি পড়তে পারেন। বইটির লিখক “ড. খোন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর”। এটি প্রকাশ করেছে আস-সুন্নাহ পাবলিকেশন্স।
ডাউনলোড
Post a Comment