0

মানবতাবর্জিত মানব রচিত মতবাদ, পুঁজিবাদ ও সমাজতন্ত্রের ব্যর্থতার ফলে বিশ্বব্যাপী আজ ইসলামী পূণর্জাগরণের যে সুবাতাস প্রবাহিত হতে শুরু করেছে, সে জাগরণী হাওয়া আজ আমাদের দেশেও প্রবাহমান। আর এতেই ইসলাম বিরোধী শক্তি আতংকিত হয়ে প্রবল প্রতিকূল প্রবাহের মুখে “অপপ্রচার’ নামক বালির বাধা দিয়ে তা রুখবার ব্যর্থ চেষ্টায় নিয়োজিত। তারা সুমহান আদর্শ ইসলামের বেশ কিছু কল্যাণময় বিধি-বিধানকে বিকৃত ব্যাখ্যা ও বিকৃত প্রচারণার মাধ্যমে মানুষকে-বিশেষ করে যুব ও নারী সমাজকে বিভ্রান্ত করার এক সুনিপূণ কর্মসূচী হাতে নিয়েছে।

ইসলামের বিপক্ষ মহল সাধারণত যেসব বিষয়গুলোর অবতারণা করে পবিত্ৰ ধর্ম ইসলামের উপর কালিমা লেপন তথা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে থাকে- বিশেষ করে ইসলামের দাওয়াতী কাজের ক্ষেত্রে অহরহ যেসব প্রশ্নের মুখোমুখি ও বিব্রতকর অবস্থায় পড়তে হয় এবং ইসলামকে যারা ভালবাসেন। কিন্তু প্রকৃত ব্যাখ্যা ও অবস্থা না জানার কারণে এর কোন কোন বিষয় বা বিধি-বিধান নিয়ে সন্দেহ-সংশয়ে ভোগেন- এ সমস্যা দূরীকরণে আবু বকর সিদ্দিকী রচনা করেছেন “ইসলাম বিদ্বেষীদের অপপ্রচারের জবাব”। বইটি প্রকাশ করেছে রিমঝিম প্রকাশনী। লেখক বইটিতে সাবলিল ভাষায় অত্যন্ত ক্ষুরধার যুক্তির মাধ্যমে সেসব বিষয়গুলোকে উপস্থাপন করে সকল প্রকার বিভ্রান্তি ও সংশয় অপনোধনে সক্ষম হয়েছেন বলে আমার বিশ্বাস। ইসলাম যে চিরকালীন ধর্ম, আধুনিক যুগেও এর কোন একটি বিধি-বিধান যুগ অনুপযোগী নয়, সে সত্যও এতে প্রতিষ্ঠিত হয়েছে।


এক নজরে বইটি :
ইসলাম বিদ্বেষীদের অপপ্রচারের জবাব

রচনায় : আবু বকর সিদ্দিকী

প্রকাশনায় : রিমঝিম প্রকাশনী

পৃষ্ঠা : ৯৬

সাইজ : ৪ মেগাবাইট

ডাউনলোড
Mediafire            Google Drive                 Web Server

Post a Comment

 
Top