Latest News

0

সুদ এর পরিণাম

বাংলা(Bengali)

Or
“যারা সুদ খায়, তারা কিয়ামতে দন্ডায়মান হবে, যেভাবে দন্ডায়মান হয় ঐ ব্যক্তি, যাকে শয়তান আসর করে মোহাবিষ্ট করে দেয়। তাদের এ অবস্থার কারণ এই যে, তারা বলেছেঃ ক্রয়-বিক্রয় ও তো সুদ নেয়ারই মত! অথচ আল্লা’হ তা’আলা ক্রয়-বিক্রয় বৈধ করেছেন এবং সুদ হারাম করেছেন। অতঃপর যার কাছে তার পালনকর্তার পক্ষ থেকে উপদেশ এসেছে এবং সে বিরত হয়েছে, পূর্বে যা হয়ে গেছে, তা তার। তার ব্যাপার আল্লাহর উপর নির্ভরশীল। আর যারা পুনরায় সুদ নেয়, তারাই দোযখে যাবে। তারা সেখানে চিরকাল অবস্থান করবে।
আল্লাহ তা’আলা সুদকে নিশ্চিহ্ন করেন এবং দান খয়রাতকে বর্ধিত করেন। আল্লাহ পছন্দ করেন না কোন অবিশ্বাসী পাপীকে”।
[সূরা বাকারাহ ২৭৫-২৭৬]
এখানে একটি পুস্তিকা আকারে ইমাম আয যাহাবী রাহিমাহুল্লাহ রচিত বিখ্যাত গ্রন্থ ‘কবীরা গুনাহ’ হতে ‘সুদ’ নামক অধ্যায়টি আলাদাভাবে সংকলিত করা হয়েছে । আলোচিত বিষয়সমূহঃ
1. সুদ
2. সুদ প্রথার ভয়াবহ পরিণাম
3. সুদখোর কবর থেকে মতিচ্ছন্ন হয়ে উঠবে
4. সুদকে মিটানোর তাৎপর্য
5. সুদের নিষিদ্ধতা অবতীর্ণের পর পূর্ববর্তী সুদ মওকুফ
6. সুদের নিষিদ্ধতা অমান্যকারীদের প্রতি আল্লাহর হুমকী
7. চক্রবৃদ্ধি হারে সুদ উসুল করার ব্যাপারে নিষিদ্ধতা
8. সুদে মাল বৃদ্ধি পায় না
9. সুদ খাওয়া কবীরা গুনাহ
10. সুদখোরের ভয়াবহ পরিণাম
11. সুদের গুনাহ সাতটি কবীরা গুনাহের অন্তর্গত
12. সুদখোরের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের লা’নত
13. খেজুর খেজুরের পরিবর্তে হলে সমান হতে হবে
14. বিদায় হজ্বে সুদ সম্পর্কে রাসূল (সা) এর ভাষণ
15. এক দিনার বা দিরহামকে দুই দিনার বা দিরহামের বিনিময়ে নিলে সুদ
16. সুদী লেন দেন করলে তা বাতিল করতে হবে
17. স্বর্ণকে রূপার বিনিময়ে বাকিতে বিক্রি করলে সুদ হয়
18. সুদদাতা এবং সুদগ্রহীতার উপর লা’নত
19. সুদদাতা গ্রহীতা ও লেখক সবাই সমান
20. যিম্মি সুদে জড়িত হলে যিম্মি হিসেবে পরিগণিত হবে না
21. যিনার উপার্জিত ও কুকুর বিক্রিলব্ধ অর্থ ও সুদ হারাম
22. সুদের গুনাহ তিহাত্তর প্রকার
23. সুদী লেনদেনের ব্যাপকতা দুর্ভিক্ষের কারণ
24. কিয়ামতের পূর্বে সুদ, যিনা ও শরাব ব্যাপক হবে
25. কিয়ামতের দিন সুদখোর শয়তান স্পর্শিত ব্যক্তির ন্যায় উঠবে
26. ঋণদাতা ঋণগ্রহীতার সওয়ারীতে চড়বে না
27. যে ঋণ মুনাফা টেনে আনে তা সুদ
28. ক্ষতিকর অর্থ ব্যবস্থার প্রতিরোধ
29. সুদভিত্তিক কায় কারবারের মাধ্যমে উপার্জন
30. সুদের নৈতিক কুফল
31. সুদের সামাজিক কুফল
32. বিশেষ ধরণের সুদ

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top