যাদু ও তার প্রতিকার
বাংলা(Bengali)
Or
যাদু অত্যন্ত বড় কবীরা গুনাহ যা
মানুষকে শিরকের দিকে ধাবিত করে এবং ঈমান ধ্বংস করে দেয়। বর্তমান যুগে
রোগ-ব্যাধি ও পাপ ব্যাপকতা যেমন লাভ করেছে তেমনি এগুলোর সাথে সাথে জাদুর
ব্যাপকতা লাভ করেছে। সমাজের আনাচে কানাচে এর ব্যবহার অত্যন্ত মারাত্বকভাবে
প্রসার লাভ করেছে যা অত্যন্ত উদ্বেগজনক। শাইখ ওয়াহিদ বিন আব্দুস সালাম বালীর রচিত ‘যাদুকর ও জ্যোতিষির গলায় ধারালো তরবারী’ বইটিতে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছেঃ
- যাদুর পরিচয়।
- যাদুর প্রমান।
- যাদুর প্রকারভেদ।
- যাদুকরের জ্বিন হাজির করার পদ্ধতি।
- ইসলামে যাদুর হুকুম।
- কেরামত, মু’জেযা ও যাদুর মধ্যে পার্থক্য।
- একটি সংশয় ও তার নিরাসন।
- কোন কোন পদ্ধতিতে যাদু করা হয়।
- যাদু দিয়ে মানুষের কি কি ক্ষতি করা যায়।
- যাদুর প্রতিকার বিবরণ সহ
আরো অনেক বিষয় আলোচনা করা হয়েছে।
যাদু, জ্যোতিষি ও গনকগিরি শয়তানী কর্মকান্ডের অন্তর্ভুক্ত। ঈমান-আকয়দা
নষ্টকারী বিষয়। কেননা এগুলো শিরক ও কুফুরীর মাধ্যমেই বাস্তবায়ন করা হয়ে
থাকে। এজন্য শরীয়ত শিরকের সাথে সাথে যাদু থেকেও সতর্ক করে। এই
গুরুত্ত্বপুর্ণ বিষয়টি জানতে বইটি ডাউনলোড করুন, পড়ুন এবং আপনার
বন্ধু/আত্মীয়-স্বজনদের সাথে শেয়ার করুন। পৃষ্ঠা সংখ্যাঃ ১৫২
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.